দৈনিক করোনা শনাক্তের সংখ্যা প্রকাশ করবে না চীন
দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা আর প্রকাশ করা হবে না বলে জানিয়েছে চীন। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
তবে ঠিক কী কারণে তথ্য প্রকাশ বন্ধ করা হচ্ছে, সে ব্যাপারে কোনো কারণ উল্লেখ করেনি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, রেফারেন্স এবং গবেষণার জন্য করোনার প্রাসঙ্গিক তথ্য চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ধারণা, দেশটিতে এবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেইজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা এতে সংক্রমিত হয়েছেন।
করোনা মহামারি থেকে রক্ষার কৌশল সম্পর্কে জনগণকে সঠিক সময়ে তথ্য সরবরাহ করতে না পারা এবং বয়স্কদের টিকাদানে ব্যর্থতার কারণে সে দেশে ভাইরাসটির ব্যাপক উত্থান ঘটেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।