বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অবসরের আগে মেসির সঙ্গে একই দলে খেলতে চান লেভানদোস্কি

অবসরের আগে মেসির সঙ্গে একই দলে খেলতে চান লেভানদোস্কি 

152140mess

গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। ইতিমধ্যে ক্যাম্প ন্যুতে তিনি সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন। লা লিগায় বার্সেলোনা এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে আছে। গুঞ্জন আছে, লিওনেল মেসি হয়তো আবারও পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে পারেন।

বিজ্ঞাপন

এমন গুঞ্জনের মাঝেই রবার্ট লেভানদোস্কি জানালেন, মেসির অবসরের আগে একবার তার সঙ্গে একই দলে খেলতে চান!

৩৪ বছর বয়সী লেভানদোস্কির সঙ্গে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার চুক্তি আছে। এর সঙ্গে যুক্ত আছে আরো এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত। এর অর্থ হচ্ছে আরো কয়েক বছর ক্যাম্প ন্যুতেই থাকছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি লেভানদোস্কি জানিয়েছেন, তিনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে চান। আগামী মৌসুমে পিএসজির সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোর গুঞ্জন আছে।

পোল্যান্ডের এই অধিনায়ক বলেছেন, মেসি বর্তমানে প্লেমেকার হিসেবে দলে বেশি ভূমিকা পালন করছেন। যেকোনো স্ট্রাইকারেরই স্বপ্ন থাকে এমন একজন খেলোয়াড়ের সঙ্গে এক দলে খেলার। তার ভাষায়, ‘এটা আমার ওপর নির্ভর করছে না। এই মুহূর্তে সে প্লেমেকার হিসেবেই বেশি অবদান রাখছে। এ জন্য হয়তো সে গোল বেশি পাচ্ছে না। সতীর্থদের বেশি পাস দিচ্ছে, তাদের দিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তার সঙ্গে খেলার স্বপ্ন যেকোনো স্ট্রাইকারেরই আছে। ’

গত বছর করোনার কারণে বার্সেলোনা আর্থিক ক্ষতির মুখে পড়লে মেসির সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করেনি। সে কারণে মেসি প্যারিসে পাড়ি জমান। চলতি মৌসুমের পরেই পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সে কারণেই চারদিকে জোর গুঞ্জন―আবারও বার্সেলোনায় ফিরছেন মেসি। যদিও বিভিন্ন রিপোর্টের সূত্র মতে জানা গেছে ৩৫ বছর বয়সী মেসি মৌখিকভাবে আরো এক বছর পিএসজিতে থাকার কথা জানিয়েছেন।

এ কারণে এই মুহূর্তে মেসির সঙ্গে বার্সেলোনায় লেভানদোস্কির একসঙ্গে খেলার স্বপ্ন আপাতত বাস্তবায়নের সম্ভবনা কম। লেভানদোস্কি বিশ্বাস করেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ায় আগামী ব্যালন ডি’অর মেসিই পাচ্ছেন। তার ভাষায়, ‘একই ক্লাবে অনেক খেলোয়াড় থাকতে পারে যারা লিগ শিরোপা জয়ে ভূমিকা রাখে। কিন্তু বিশ্বকাপ জয়ের পেছনে সাধারণত একজন খেলোয়াড়েরই মূল অবদান থাকে। এবার সেটা মেসি আবারও প্রমাণ করেছে। ব্যালন ডি’অর জয়ে সে সব দিক থেকেই এগিয়ে আছে। ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ে তার অবদানই ছিল সর্বাগ্রে। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone