বাংলাদেশ সফর স্মরণীয়, জয়টা মধুর : লোকেশ রাহুল
সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারত। আজ রবিবার ঢাকা টেস্ট জয়ের মাধ্যমে তাদের সফর শেষ হলো। সফরের শুরুটা ভারতের জন্য ছিল ২০১৫ সালের পুনরাবৃত্তি। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার।
বিজ্ঞাপন
তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা বাংলাদেশকে ধোলাই করেছে। ঢাকা টেস্ট শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল বললেন, পুরো সফরে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং তাদের চ্যালেঞ্জ জানিয়েছে।
ঢাকা টেস্টে প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত অশ্বিন-শ্রেয়াসের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত। সংবাদ সম্মেলনে লোকেশ রাহুল একরাশ স্বস্তি প্রকাশ করে বলেন, ‘কঠিন ম্যাচ, খুশি যে কাজ শেষ করতে পেরেছি। আমরা ঝামেলায় ছিলাম, ড্রেসিংরুমে চাপ আর নার্ভাসনেসও ছিল। অশ্বিন ও শ্রেয়াসের জুটিতে জয় পাওয়াতে আসলেই অনেক খুশি। কন্ডিশন কঠিন ছিল, টেস্ট ক্রিকেটের মজাটাই এখানে। যখন কন্ডিশন কঠিন, তখনই আপনার চারিত্রিক দৃঢ়তা বোঝা যাবে। আমরা এভাবে ক্রিকেট খেলতে পছন্দ করি। কঠিন ম্যাচ, তবে এটিই স্মরণীয় হয়ে থাকবে। জয়টাও তাই মধুর হয়েই থাকবে। ’
ওয়ানডে সিরিজে হার নিয়ে রাহুল বলেছেন, ‘সত্যিই ভালো সিরিজ। দারুণ অভিজ্ঞতা, অনেক কিছু শেখার ছিল। অবশ্যই ওয়ানডে সিরিজ হারটা তেমন সুখকর অভিজ্ঞতা নয়। তবে সিরিজ হারও আপনাকে অনেক কিছু শেখায়, বিশেষ করে ব্যক্তিগত ও দলীয় দিক দিয়ে আপনার অবস্থানটা কোথায় আর এটা ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজেও কঠিন লড়াই হয়েছে। বাংলাদেশ সত্যিই খুব খুব ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অনেক চ্যালেঞ্জ জানিয়েছে। এমনকি আজও। ’
ভারত খুব বেশি বাংলাদেশ সফরে আসে না। এবারই তো এলো সাত বছর পর। তবে আবারও বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করে গেলেন লোকেশ রাহুল, ‘সিরিজের শেষটাও দারুণ হলো। তারা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। প্রথম ৩০-৩২ ওভারে তো ম্যাচ তাদের হাতেই ছিল। অশ্বিন ও শ্রেয়াস এগিয়ে এসে আমাদের কাজটা শেষ করেছে। দুর্দান্ত একটা সফর। পরবর্তী সময়ে যখন খেলতে আসব, যারাই খেলুক না কেন, এই শিক্ষাটা কাজে লাগবে। আরো ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে পারব। ’