বিশ্বকাপের বিদ্যুতে সার কারখানা সাময়িক বন্ধ
এইদেশ এইসময়, ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বোরো মৌসুম উপলক্ষে বিদ্যুৎ কেন্দ্রে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ রাখতে যমুনা ছাড়া বাকি সব সার কারখানা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।
বৃহস্পতিবার পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর এ কথা জানান।
তিনি জানান, সেচ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত যমুনা ছাড়া বাকি সব সার কারখানা সাময়িক বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে বন্ধের কথা বলেছি। তবে এতে ৫-৭ দিন সময় লাগতে পারে।
Posted in: জাতীয়