ভাঙা নৌকায় কয়েক সপ্তাহ, ইন্দোনেশিয়ায় পৌঁছালেন ৫৭ রোহিঙ্গা
ভাঙা ইঞ্জিনবিশিষ্ট কাঠের একটি নৌকায় চড়ে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সৈকতে পৌঁছেছেন ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। সেখানে পৌঁছানো রোহিঙ্গাদের সবাই পুরুষ।
বিবিসি জানিয়েছে, সমুদ্রে এক মাস কাটানোর পর তারা খুবই ক্ষুধার্ত ও দুর্বল হয়ে গেছে।
বিজ্ঞাপন
তাদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক সপ্তাহ আগে সমুদ্রে আটকা পড়া ১৫০ জন রোহিঙ্গা শরণার্থীর তারা অংশ কি না, বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়নি। রোহিঙ্গারা মিয়ানমারে তাদের আদি নিবাসে নির্যাতিত জাতিগত সংখ্যালঘু।
স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্দি সংবাদ সংষ্থা এএফপিকে বলেছেন, আছেহ প্রদেশে স্থানীয় সময় রবিবার সকালে কাঠের নৌকায় চড়ে পৌঁছান ৫৭ জন পুরুষ রোহিঙ্গা শরণার্থী।
তিনি আরো বলেন, নৌকাটির ইঞ্জিন ভাঙা ছিল। আচেহ প্রদেশের বেসার জেলার লাদং গ্রামের পাশের সৈকতে নৌকাটি পৌঁছেছে বাতাসের কারণে ভেসে গিয়ে। তারা (রোহিঙ্গারা) বলেছে যে, মাসখানেক ধরে সমুদ্রে কাটিয়েছে।
স্থানীয় অভিবাসন কর্মকর্তা এএফপিকে বলেছেন, শরণার্থীদের সাময়িকভাবে সরকারি হেফাজতে রাখা হবে।
স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থী নৌকায় চড়ে পৌঁছেছেন।
রোহিঙ্গা শরণার্থীরা ঠিক কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।