বিগ ব্যাশে মানকাডিং করেও উইকেট পেলেন না জাম্পা!
ক্রিকেটের একটি বিতর্কিত আইন হলো ‘মানকাড আউট’। আইসিসির আইনে স্বীকৃত হলেও ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’ বলে অনেকেই এর সমালোচনা করেন। এবার মানকাড আউটের প্রচেষ্টা দেখা গেল বিগ ব্যাশে। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ক্রিজে ঢোকার আগেই উইকেট ভেঙে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা।
বিজ্ঞাপন
কিন্তু রিপ্লে দেখে ব্যাটারকে নট-আউট ঘোষণা করেন আম্পায়ার!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনিগেডস। টস জিতে ফিল্ডিংয়ে নামা স্টার্স স্পিনার অ্যাডাম জাম্পা ইনিংসের শেষ ওভারে বল করতে যান। ব্যাট করছিলেন রেনিগেডসের ম্যাকেঞ্জি হার্ভে। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন থমাস রজার্স। বল করার সময় রজার্সকে মানকাড আউট করেন জাম্পা। তিনি যখন উইকেট ভাঙেন তখন ক্রিজের অনেক বাইরে ছিলেন রজার্স।
সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ার ডাকা হয়। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর রজার্সকে নট-আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান জাম্পা। আইসিসির নিয়ম অনুযায়ী, বোলার তার বোলিং অ্যাকশন শেষ করার আগেই বল করা থামিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটারকে মানকাড আউট করলে তবেই সেটা বৈধ। বোলিং অ্যাকশন শেষ করার পরে সেই কাজ করলে তাকে আউট বলে ধরা হবে না।
জাম্পা এই ভুলটাই করেছেন। তিনি বোলিং অ্যাকশন শেষ করার পর মানকাড আউট করেছেন রজার্সকে। তাই আম্পায়ার আউট দেননি। ২০১৯ সালের আইপিএলে রাজস্থানের ব্যাটার জস বাটলারকে মানকাড আউট করেছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। সেই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এরপর গত বছর ইংল্যান্ড নারী দলের বিপক্ষে একই কাণ্ড করেছিলেন ভারতের স্পিনার দীপ্তি শর্মা। সেই আউট নিয়েও কম বিতর্ক হয়নি।