সিটির মাঠে জিতে কোয়ার্টার ফাইনালের পথে বার্সা
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় এগিয়ে থাকে কাতালানরা। দ্বিতীয় লেগে আবার ২-১ গোলে জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ম্যানসিটিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সা।
ন্যু ক্যাম্পে লড়াইটা বেশ জমে উঠলেও প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান লিওনেল মেসি (১-০)। ৭৮ মিনিটে পাবলো জাবালেটা লাল কার্ড পেলে দুর্বল হয়ে পড়ে ম্যানসিটি। ৮৯ মিনিটে ভিনসেন্ট কোম্পানি বার্সেলোনার জালে বল জড়ালে ম্যাচ সমতায় ফিরে। কিন্তু দানি আলভেস ৯০ মিনিটে গোল করে নিশ্চিত জয়ে ফেরান বার্সাকে।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে আট গোল করেছেন মেসি। ১১ গোল নিয়ে সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১০ গোল নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন পিএসজির ইব্রাহিমোভিচ।