বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » কথা রাখতেই ইউরোপের অনেক প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ রোনালদোর

কথা রাখতেই ইউরোপের অনেক প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ রোনালদোর 

ronaldo-samakal-63b5848870ce2

যেন ঈশ্বরের ‘ফুটবল দূত’ ক্রিস্টিয়ানো রোনালদো। ‘ফুটবল মিশন’ নিয়ে পৃথিবীতে এসেছিলেন। ইউরোপে ওই মিশন শেষ করেছেন তিনি। এবার এশিয়ার ফুটবলে তার অবদান রাখার পালা। বছরে রেকর্ড ২০৭ মিলিয়ন ডলার বেতনে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নিজের কথা রাখতেই ইউরোপের অনেক ক্লাবের প্রস্তাব প্রত্যাখান করে সৌদি আরবে তিনি।

রোনালদো বলেন, ‘আমি খুবই খুশি এবং গর্বিত। কারণ আমি ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ইউরোপে আমার মিশন শেষ করেছি। ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছি। এবার আমার এশিয়ার ফুটবলের চ্যালেঞ্জ নেওয়ার পালা। নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার এবং এখানকার বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে উৎসাহ দেওয়ার এই সুযোগটা আল নাসের আমাকে করে দিয়েছে।’

সিআরসেভেন জানিয়েছেন, আরব দেশে খেলার এই সিদ্ধান্ত তার পরিবার বিশেষ করে তার সন্তানেরা সমর্থন দিয়েছে। সৌদিতে উষ্ণ অভ্যার্থনা পাওয়ায় খুশি তিনি, ‘এটা খুবই ভালো একটা সুযোগ। শুধু খেলার বিবেচনায় নয় বরং মানসিক পরিবর্তন ঘটানোর সুযোগ বিবেচনা করেও। আমি ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল এমনকি পর্তুগালের ক্লাব থেকে কিছু চুক্তির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আল নাসেরকে কথা দিয়েছিলাম এবং এখানকার ফুটবল উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছিলাম। আশা করছি, এখানকার ফুটবল নিয়ে অন্যদের ধারণা বদলে যাবে।’

রোনালদো সৌদির ক্লাবে যোগ দেওয়া নিয়ে নানান কথা হচ্ছে। ক্লাব ক্যারিয়ারে সর্বজয়ী, সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক এবং প্রচুর অর্থ থাকার পরও রোনালদোর মতো একজন ‘অর্থের জন্য অখ্যাত লিগে’ যোগ দিয়েছেন বলে সমালোচনা হচ্ছে। রোনালদোর মতে, না জেনেই অনেকে অনেক কথা বলেন, ‘সকলেই কথা বলেন, কিন্তু সকলে সবটা জানেন না। সব দলই ভালো এবং গোছালো। তারা লড়াই করতে পারে। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব এবারের বিশ্বকাপে তা দেখিয়ে দিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দলও বিশ্বকাপে ভালো খেলেছে। কে কি বললো তা নিয়ে আমি উদ্বিগ্ন নই, আমি নিজের সিদ্ধান্ত নিয়ে খুশি।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone