গাজা এলাকায় ইসরাইলের ড্রোন ভূপাতিত
গত শুক্রবার ফিলিস্তিনের গাজা এলাকায় তাদের একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।
ওই দিন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের অধীনস্থ একটি সশস্ত্র গোষ্ঠী জানায়, তারা ইসরাইলের সামরিক ড্রোনটি দখল করেছে।
এদিকে, ইসরাইলিদের জন্য বন্দুকের অনুমতি সহজলভ্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ পরিকল্পনার জন্য পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর সহিংসতা আরও বাড়বে।
Posted in: আর্ন্তজাতিক