চীনে গ্যাস সরবরাহের খসড়া চুক্তি অনুমোদন করেছে রুশ মন্ত্রিসভা
রাশিয়ান সরকার সুদূর পূর্ব রুটের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহের খসড়া আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করেছে।
প্রাসঙ্গিক মন্ত্রিসভা ডিক্রি সহ চুক্তির তথ্য রাশিয়ার আইনি তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।
মন্ত্রিসভা রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশগ্রহণে চীনের সাথে আলোচনা করার এবং চুক্তিতে স্বাক্ষর করার দায়িত্ব দিয়েছে।
খসড়া চুক্তির পাঠ্য অনুসারে, রাশিয়া এবং চীন সুদূর পূর্ব রুটে গ্যাস সরবরাহের সময় জাতীয় মুদ্রায় অর্থ প্রদানকে উৎসাহিত করবে
Posted in: আর্ন্তজাতিক