প্রধানমন্ত্রী জঙ্গিদের ধর্মমাতা : রিজভী
প্রধান প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গিমাতা আখ্যা দিয়ে বলেছেন, স্বাধীনতার পর গণবাহিনী গঠন করা হলে তাদের জঙ্গি আখ্যা দিয়ে রক্ষী বাহিনী দিয়ে দমন করা হয়েছিল। সেই গণবাহিনীর একজন সিপাহী ছিলেন প্রধানমন্ত্রীর কাছের লোক হানানুল হক ইনু।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার রাত ৮টায় সংবাদ সংবাদ এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইনু যদি জঙ্গি হন তাহলে এখন প্রধানমন্ত্রীর খুব কাছের লোক হওয়ায় তিনি জঙ্গিদের ধর্মমাতা। শীর্ষ জঙ্গিরা আওয়ামী লীগ নেতাদের পরিবারের আত্মীয়-স্বজন। ইনু-মির্জা আজমরা এসব জঙ্গিদের অন্তর্ভুক্ত।
শনিবার চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় ‘খালেদা জিয়া জঙ্গিদের সিপাহসালার’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘জঙ্গিরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। এগুলো আমরা দেখেছি, কারা স্বাধীনতা পরবর্তী সময়ে গণবাহিনী গঠন করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। এখন কারা প্রকাশ্যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করছে, সেটাও জনগণ দেখছে।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, ‘জাসদের মুখে আবার গণতন্ত্র।’ এটাতো আওয়ামী লীগও জানে জাসদ গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে। যদিও প্রধানমন্ত্রী রসিকতা করে বলেছিলেন।
রিজভী বলেন, এ ধরনের মিথ্যাচার ও কুৎসা রটিয়ে নিজেদের ব্যর্থতা ও অযোগ্যতা ঢাকার চেষ্টা করছে। একদিন জনগণের কাছে তাদেরকে ঋণ শোধ করতে হবে।
উপজেলা নিবার্চনকে কেন্দ্র করে সারাদেশ থেকে গতকাল বৃহস্পতিবার ১৬৭ জনকে গ্রেফতার ও ২১০ জনের অধিক নেতকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।