জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে দলের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের করা আবেদনের শুনানির সময় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
এর আগে গত ১৯ জানুয়ারি জিএম কাদের জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না পারার আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
একইসঙ্গে ঢাকা আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জিএম কাদেরের আর কোনো কোনো আইনি বাধা নেই।