শুক্রবারের রাশিফল
লাইফস্টাইল ডেস্ক : মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): নিজেকে মুক্ত ভেবে আসছেন তো? আজকে আর মুক্ত ভেবে কাজ নেই, জড়িয়ে যাবেন গুরুত্বপূর্ণ কোনও কাজে। প্রেমের সম্পর্কটি আজ একঘেঁয়ে লাগতে পারে, তবে এ দিনটিতেই এমনটা হবে চিন্তিত হওয়ার কিছু নেই। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে যা আপনি অনেকদিন থেকেই প্রত্যাশা করছেন। নগদ অর্থ প্রাপ্তি বিষয়ক কোনো অনুভূতিই আজ তৃপ্তি কিংবা বিষণ্ণতার কারণ হবে না।
বৃষ (এপ্রিল ২০- মে ২০): শরীরে আজ বেশ বল পাচ্ছেন। মনে যে পরিকল্পনাটি আজ স্থির করবেন তা সফলভাবেই সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আজ কোনো কাজের চাপ থাকবে না। প্রণয়ের জন্য দিনটি অতীব শুভ। দূরের আত্মীয়দের মধ্যে কারো কারো সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে। ভ্রমণ খুব একটা সুবিধার নয়, তাই সাবধানে চলাফেরা করুন।
মিথুন (মে ২১- জুন ২০): ‘অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়’…নাহ্ এটা ভেবে বসবেন না, আজ এই কথাটির উল্টো ঘটতে যাচ্ছে আপনার। আজ যে কাজেই মনোনিবেশ করবেন সেখান থেকেই সাফল্য বেরিয়ে আসবে। স্থায়ী কোনো সম্পর্কে আজ জড়িয়ে যাবেন, যে কিনা অবশ্যই সুসংবাদের তালিকায় অন্তর্ভুক্ত। অর্থ প্রাপ্তি শুভ। আজ কিঞ্চিৎ দুর্বলতা অনুভব করবেন। ভ্রমণে তৃপ্তি মিলবে না।
কর্কট (জুন ২১- জুলাই ২২): সিদ্ধান্তে নতুনত্ব আনতে হবে। শিল্পচর্চা ও বাণিজ্যের জন্য দিনটি শুভ। বিশ্বাসের সঙ্গে আজ ভুল বোঝাপড়া হবে। প্রণয়ের জন্য দিনের শেষভাগটি বেছে নিন। অর্থপ্রাপ্তি শূন্য তবে অর্থের চেয়ে মূল্যবান কিছু পেতে যাচ্ছেন, নিজেকে তৈরি রাখুন। কর্মক্ষেত্রে মনোমালিন্য হতে পারে উচ্চপদস্থ কারো সঙ্গে, সতর্ক থাকুন। ভ্রমণ অতীব শুভ।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): যতই গর্জন করুন না কেন আজ কোনো কাজ হবে না। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের বাইরে বেখেয়ালে কিছু কাজ করে বসতে পারেন। অবাক হবেন না মোটেও, কারণ কাজটি আপনারই কৃতকর্মের ফল। মনে রাখবেন, আপনার বিপরীত পক্ষ কোনো অংশেই আপনার তুলনায় কম নয়। তাই বিপরীত পক্ষের শক্তিমত্তার খবর নিয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন। শরীরের যত্ন নিন। শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): স্বাধীনতা মানেই উচ্ছৃঙ্খলতা নয়। কাঙ্ক্ষিত স্বাধীনতা ভোগ মানেই নিয়ন্ত্রিত উপায়ে জীবন যাপন করা। সকাল থেকে কিছু ঘটনা আপনার গোটা দিনের পরিকল্পনাকে এলোমেলো করে দিতে পারে। কিন্তু কাজ থেকে পিছু হটলে আখেরে আপনারই ক্ষতি হবে। নতুন সঙ্গীর দেখা পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আগের অভিজ্ঞতাকে কাজে না লাগিয়ে বর্তমান সম্পর্ককে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা করুন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): মনে মনে যতই যুদ্ধের চিন্তা করুন না কেন, ঢাল তলোয়ার আগে সামলান। আর আপনার ঢাল তলোয়ার হলো আপনার ইচ্ছাশক্তি আর স্বপ্ন। স্বপ্নের পেছনে আরো সময় দিন। আজ তেমনি এক স্বপ্ন পূরণের দিন। দিনের মধ্যভাগে এমন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যা আপনি অনেকদিন ধরেই খুঁজছেন। আপনার সততা আর সৃজনশীলতার পুরস্কার হিসেবে চাকরিক্ষেত্রে উন্নতি হওয়ার সুযোগ আছে। তবে আমদানি রপ্তানি নির্ভর বাণিজ্যে আজ কিছুটা দেখেশুনে পা ফেলাই ভালো।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): দিনের শুরু রাগারাগি দিয়ে হলেও দিনটা আপনারই। কর্মক্ষেত্রে আপনার যা চাই তা সোজাসুজি বসকে বলে দিন। কারণ আপনার সরলতাকে দুর্বলতা ভেবে অনেক সহকর্মীই ঠকাতে পারে। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত না হয়ে ঠাণ্ডামাথায় পুরো বিষয়টি নিয়ে ভাবুন এবং নিজ দায়িত্ব পালন করুন। অনেকেই আপনাকে লক্ষ্যচ্যু করতে চাইবে কিন্তু আপনি সৃষ্টিশীল বলেই টিকে যাবেন প্রতিযোগিতার এই বাজারে। তাই বলে আপনার ব্যক্তিগত সম্পর্কে নেই কোনো দৌড় প্রতিযোগিতা। প্রিয়জনকে নিয়ে আগামী দিনের পরিকল্পনা একটু একটু করে সেরে ফেলুন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আপনার নক্ষত্র বলছে, যত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবেন ততই আপনার পেশাগত দক্ষতা বাড়বে। আর এই দক্ষতাই আপনাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। চলতি পথে আজ এমন কিছু মানুষের দেখা পাবেন যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে পারবেন। তবে আজ অর্থিক লেনদেন না করাই ভালো। সন্ধ্যেবেলা প্রিয়জনকে নিয়ে যে পরিকল্পনা করেছেন তাতে কিছুটা পরিবর্তন আসতে পারে, তাই সময় সম্পর্কে সচেতন হোন। কথায় আছে- সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): নেতৃত্বের বাসনা আপনার অনেকদিন ধরেই। আজ এতোদিন বাদে সেই সুযোগ পেতে যাচ্ছেন। আর নেতৃত্ব দেয়ার জন্য নিজের পছন্দসই ক্ষেত্রকে বেছে নেবেন, নচেৎ সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। আপনার নক্ষত্র বলছে, আজ আপনাকে কিছু জরুরি সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে। নিজের দৃষ্টিভঙ্গি সবসময়ই আলাদা হয়, কিন্তু সেই দৃষ্টিভঙ্গির প্রতি যদি অন্য মানুষের আস্থা না থাকে তাহলে আপনি একা কিছুই করতে পারবেন না। তাই দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ করুন এবং অধিক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আপনার ইচ্ছাশক্তির জোর অনেক। সেই শক্তিকে কাজে লাগিয়ে নিজের সৃষ্টিশীল কাজের প্রতি মনোযোগি হোন। অনেকদিন ধরে যে কাজটি নিয়ে আপনি ভয় পাচ্ছেন তা আজ জয় করুন। কিছু সময় থাকে যখন চোখ বন্ধ করে ঝুঁকি নিতে হয়। মনে রাখবেন যত ঝুঁকি ততই মুনাফা। ব্যবসায়ী হলে আপনি আজ ঝুঁকি নিতেই পারেন। কারণ আপনার নক্ষত্র বলছে আজ ঝুঁকি নিলে আপনি পস্তাবেন না। সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছুটা উদাসীন। ঘরের মানুষটিকে সময় দিন, তা না হলে দূরত্ব বাড়তেই থাকবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): যানবাহনে ওঠার সময় সতর্ক থাকবেন আজ। আপনার নক্ষত্র দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। তাই বলে গুরুত্বপূর্ণ কাজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন না। দিনশেষে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে অবাক করে দেবে। সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির বিষয়টি এগিয়ে থাকে। নিজের যুদ্ধংদেহি মনোভাব যে সবসময় খারাপ নয় তা আজ টের পাবেন। বিদেশ যাত্রা শুভ।