ভেঙে ফেলা হতে পারে আইকনিক ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম!
ইংলিশ ক্লাব ফুটবলের প্রথম সারির দল ম্যানচেস্টার ইউনাইটেড। পৃথিবী জুড়ে শতবর্ষী ক্লাবটির আছে লাখো কোটি সমর্থক। দলটির হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ড ভক্তদের কাছে এক আবেগের নাম। যে স্টেডিয়ামে জড়িয়ে আছে প্রিয় দলের অসংখ্য জয়ের স্মৃতি।তবে আইকনিক এই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হতে পারে! নতুন আদলে তৈরি করা হতে পারে ইউনাইটেডের হোমগ্রাউন্ড।
বেশ কিছুদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা বদলের আলোচনা চলছে। ব্রিটিশ ধনকুবের, কোটিপতি ভক্ত থেকে শুরু করে শতবর্ষী এই ক্লাবটি কিনতে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। তবে এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কাতার রাজ-পরিবারের নাম। বিশ্বের অন্যতম প্রভাবশালী এ পরিবার ইউনাইটেডকে কেনার ক্ষেত্রে এগিয়েছে বহুদূর।ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর, বিশ্বের অন্যতম বড় এ ক্লাব কিনতে ৮ বিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত তারা।
সবকিছু পরিকল্পনা মত এগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্লাব ক্রয় করতে বর্তমান মালিক গ্লেজার পরিবারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হবে কাতার রাজ পরিবারের পক্ষ থেকে।
৮ বিলিয়ন ডলারের মধ্যে বর্তমান মালিকের সাথে ছয় বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে। বাকি দুই মিলিয়ন খরচ হতে পারে স্টেডিয়ামের সংস্কারে। বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এ সংস্কার কাজের অংশ হিসেবে ভেঙে ফেলা হতে পারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। তৈরি করা হবে সম্পূর্ণ নতুন একটি স্টেডিয়াম।
Posted in: খেলা