বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » এক ম্যাচেই চার গোল,রোনালদো দেখালেন কেন তিনি সেরা

এক ম্যাচেই চার গোল,রোনালদো দেখালেন কেন তিনি সেরা 

1675994840__128583757_gettyimages-1246454224
বয়স ৩৮ পেরিয়ে ৩৯ এ পড়েছে। মাঠে সাম্প্রতিক সময়ে ছিলেন নিজের সোনালী অতীতের ছায়া হয়ে।সমালোচকদের কাছে ফুটবলে ‘রোনালদো অধ্যায়ের’ বিদায় ঘন্টা বেজে গেছে।এখন আনুষ্ঠানিকতা বাকি।
তবে রোনালদো যে ভিন্ন ধাতুতে গড়ালড়াকু মানসিকতার এক ফুটবলার।অদম্য মনোবল আত্মবিশ্বাসই থাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে।সউদী লিগে প্রথম কয়েক ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনা হচ্ছিল।তবে আল নাসেরের হয়ে গতকাল এক ম্যাচেই চার গোল করে ফের নিজের জাত চেনালেন এই পর্তুগীজ মহতারকা।
এক ম্যাচেই যেন তিনি দিয়ে দিলেন সব সমালোচনার জবাব।তার অসাধারণ নৈপুন্যে বৃহস্পতিবার রাতে সউদী প্রো-লিগে আল-ওয়াহিদার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে আল নাসের। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও মজবুত হল তাদের।
চার গোল করার পথে গতকাল অনন্য এক মাইলফলক অর্জন করে ফেলেন সিআর সেভেন।৪৯৯ গোল নিয়ে আল-ওয়েহদার বিপক্ষে মাঠে নামেন রোনালদো। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে, ২১তম মিনিটে ভাসেন মাইলফলক ছোঁয়ার আনন্দে। ৪০তম মিনিটে আবার তার শট খুঁজে পায়। ৫৩তম মিনিটে সফল স্পট কিকে পূরণ করেন হ্যাটট্রিক, নতুন ক্লাবের হয়ে প্রথমবার। এরপরে করেন আরো এক গোল।ফলে ক্লাব ফুটবলে লিগে রোনালদোর মোট গোল হলো ৫০৩টি।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে এসেছে আল নাস্সর। গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে এক ম্যাচ বেশি খেলা আল শাবাব। গত মৌসুমে প্রথম বিভাগ থেকে উঠে আসা আল ওয়েহদা ১৬ দলের লিগে আছে ১৩ নম্বরে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone