বাণিজ্যিক ছবিতে তিশা
বিনোদন ডেস্ক : বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে ছবিটির শ্যুটিং যথাসময়ে শুরু না হওয়ায় উদ্বিগ্ন তিনি।
সাফি উদ্দিন সাফির ‘প্রেম করে আমি মরব’ ছবির প্রধান নারী চরিত্রে তিশার অভিনয় করার কথা রয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ঢালিউডের সুপার স্টার সাকিব খান। এর আগে তিশা মোস্তফা সরওয়ার ফারুকীর ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টিলিভিশন’ ছবি দুটিতে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন।
তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিটিতেও তিশা অভিনয় করেন। তবে কমার্শিয়াল ছবিতে এই প্রথম।
এ বিষয়ে তিশা বলেন, আমি নিয়মিত অভিনয়ের মধ্যে থাকলেও বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করা হয়নি। ‘প্রেম করে আমি মরব’ ছবিটি বাণিজ্যিক ঘরানার বলেই আমি কিছুটা উদ্বিগ্ন। এ কারণে ছবিটির শ্যুটিং শুরু হতে দেরি হওয়ায় আমার অন্যান্য কাজে প্রভাব পড়ছে। ছবিটির গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি ছবিটি দর্শকের কাছেও ভালো লাগবে।