তুরস্কে পৌঁছালো ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্কে পৌঁছেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে বিমান জার্নি শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছেন। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান স্থানে বাসে করে রওনা হয়েছে।
এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উদ্ধারকারী দলটি তুরস্কের উদ্দেশে রওনা হয়।
Posted in: জাতীয়