বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সাকিবের সঙ্গে ২২ গজে দ্বন্দ্ব নেই- তামিম!

সাকিবের সঙ্গে ২২ গজে দ্বন্দ্ব নেই- তামিম! 

1677402848_Untitled-1

সাকিব আল হাসানের সঙ্গে মাঠে ২২ গজে কোনো দ্বন্দ্ব নেই তামিম ইকবালের। তবে মাঠের বাইরের সাকিবের সাথে নেই আগের মতো বন্ধুত্ব। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানায়, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। দুজন নাকি একে অপরের সঙ্গে কথাও বলেন না। অবশ্য তামিম বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কোনো ধরনের ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশও ভালো। তা নাহলে বাংলাদেশ দল সাফল্য পেত না।’

তামিম আরও বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

সাকিব-তামিমের মধ্যকার সম্পর্ক নিয়ে পাপন ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই; অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’

বাংলাদেশের ড্রেসিংরুমকে অস্বাস্থ্যকর বলে জানান পাপন। তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

সাকিবের বিষয়ে তামিম আরও বলেন,‘দিন শেষে আমরা দেশের জন্য খেলি। আমি বাংলাদেশ দলের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে মাঠে সাকিবের কাছে আমি সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিতা করবে। আর সে টেস্ট অধিনায়ক টেস্টে আমার কাছে কোন সহযোগিতা চাইলে অবশ্যই করবো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone