কোনো শক্তি তাইওয়ানের একীকরণ ঠেকাতে পারবে না: চীন
বিশ্বের কেউ বা কোনো শক্তিই চীনের মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের একীকরণকে আটকাতে পারবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, তাইওয়ানের ছাই ইং ওয়েন-এর যুক্তরাষ্ট্র সফরসম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
মাও নিং চীনের অবস্থান ব্যাখ্যা করে বলেন, চীন দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের মধ্যে যেকোনো ধরনের আনুষ্ঠানিক আদান-প্রদানের বিরোধিতা করে; তাইওয়ানের ক্ষমতাসীন দলের নেতাদের যেকোনো নামে বা যেকোনো কারণে যুক্তরাষ্ট্র সফরের দৃঢ় বিরোধিতা করে।
মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের সংশ্লিষ্ট নেতা যুক্তরাষ্ট্রে স্রেফ ‘ট্রানজিট’ করেছেন বলে যা প্রচার করা হচ্ছে, তা ডাহা মিথ্যা; তিনি সেখানে গিয়েছিলেন তথাকথিত ‘তাইওয়ানের স্বাধীনতা’-র পক্ষে সমর্থন চাইতে। তাইওয়ানের ক্ষমতাসীনরা যা-ই বলুক বা করুক না কেন, তাইওয়ান যে চীনের একটি অংশ—এই সত্য কখনও বদলে যাবে না।