শিশু নির্যাতন-অপব্যবহারের অভিযোগে শামসুজ্জামান গ্রেফতার
\শিশু নির্যাতন’ ও ‘শিশুকে অপব্যবহার’র অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার লক্ষ্য করেছে যে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান অভিযোগ করছে, জীবনযাত্রার ব্যয় নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশে মো. শামসুজ্জামান নামে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এমন তথ্য পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে ওই সাংবাদিক গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতন ও শিশুকে নিজ স্বার্থে অপব্যবহারের অভিযোগে।
এতে আরও বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে। এ নিয়ে অনেক গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। এ ধরনের প্রতিবেদনের জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। ওই সাংবাদিককে (মো. শামসুজ্জামান) শিশু নির্যাতন ও অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি (শামসুজ্জামান) ৯ বছরের এক শিশুর হাতে ১০ টাকা দিয়ে ছবি তুলেছেন এবং পরে নিজের মনগড়া বক্তব্য শিশুর নাম ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। এটা অবশ্যই শিশু নির্যাতন ও অপব্যবহারের আইনের আওতায় পড়ে। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের মহান স্বাধীনতাকে অবমূল্যায়নের অপচেষ্টা করেছেন। তার এমন কাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সরকার সব নাগরিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর। তবে এ ধরনের প্রতারণামূলক কর্মকা- সৎ সাংবাদিকতার চেতনাবিরোধী। জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) সমর্থনকারী হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নিপীড়নমূলক কর্মকা- সহ্য করবে না। দেশের স্বাধীনতা দিবসকে অবমাননা করার এমন অপচেষ্টাও সরকার মেনে নেবে না।