বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » প্রিমিয়ার লিগে চেলসির ভরাডুবির দায়ে সাত মাসেই চাকরি হারালেন পটার

প্রিমিয়ার লিগে চেলসির ভরাডুবির দায়ে সাত মাসেই চাকরি হারালেন পটার 

imajges-8-20230404032724

গুঞ্জনটা কিছুদিন ধরেই জোরালো হচ্ছিল। প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হারতে থাকা চেলসির কোচ গ্রাহাম পটার ছাঁটাই হতে পারেন যে-কোন সময়। এরপরেও অনেকের ধারণা ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত সময় পেতে পারেন পটার।তবে শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ২-০ ব্যবধানে হারের তাকে আর সময় দিতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। কোচের পদ থেকে অপসারণ করা হয় তাকে। ফলে সেপ্টেম্বরে নিয়োগের মাস না পেরোতেই চাকরি হারালেন পটার। আপাতত চেলসির ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করবেন ব্রুনো সালতর। পটারের সহকারী হিসেবে ব্রাইটন থেকে এসেছিলেন তিনি। টমাস টুখেলকে বরখাস্ত করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পটারকে দায়িত্ব দিয়েছিল চেলসি। চুক্তি হয় পাঁচ বছরের। তবে তাকে নিয়োগের প্রত্যেকের চেলচির প্রিমিয়ার লিগ পারফরম্যান্সের কোন উন্নতি হয়নি। উল্টো টানা ব্যর্থতায় পয়েন্ট টেবিলের সেরা দশের বাইরে চলে যায় ব্লুজরা। ফলে ক্লাব কর্তৃপক্ষ ও ফুটবল বিশ্লেষক ও দলটির সমর্থকদের সমালোচনায় পড়তে হয় পটারকে। সাত মাস পূর্ণ হওয়ার আগেই সেই কোচকে বিদায় করে হতাশার কথা জানিয়েছে চেলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পটারকে ধন্যবাদ জানিয়ে চেলসি লিখেছে,একজন কোচ এবং ব্যক্তি হিসেবে গ্রাহাম পটারের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। তিনি যে পেশাদারত্ব আর সততা সব সময় বজায় রেখে এসেছেন, তাতে বর্তমান পরিণতিতে আমরা হতাশ। আমাদের হাতে প্রিমিয়ার লিগের ১০টি ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল আছে। এর প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও দায়বদ্ধতার প্রয়োগ ঘটিয়ে ভালোভাবে মৌসুম শেষ করতে চাই। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পটারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন চেলসির দুই ক্রীড়া পরিচালক পল উইন্সটানলি ও লরেন্স স্টুয়ার্ট। পরিচালনা বোর্ড তাতে সম্মতি দিয়েছে। শনিবার অ্যাস্টন ভিলার কাছে হারের পর রোববার ক্লাবের ট্রেনিং সেন্টারে গেলে পটারের সঙ্গে সরাসরি আলাপ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পটারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন চেলসির দুই ক্রীড়া পরিচালক পল উইন্সটানলি ও লরেন্স স্টুয়ার্ট। পরিচালনা বোর্ড তাতে সম্মতি দিয়েছে। শনিবার অ্যাস্টন ভিলার কাছে হারের পর রোববার ক্লাবের ট্রেনিং সেন্টারে গেলে পটারের সঙ্গে সরাসরি আলাপ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। প্রিমিয়ার লিগে সেরা চারের দৌড় থেকে অনেক আগে ছিটকে গেলেও এখনো চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে ব্লুজারা।লিগের শেষ আটে চেলসির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone