বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপে ব্যাটে আগুন ঝরাবেন যারা

বিশ্বকাপে ব্যাটে আগুন ঝরাবেন যারা 

live24bd-T-20

এইদেশ এইসময়, ঢাকা : আগামীকাল থেকে বাংলাদেশের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪। বিশ ওভারি ক্রিকেটের পঞ্চম আসর এটি। এই আসরটিতে ব্যাট হাতে ঝড় তুলবেন কারা? বল হাতেই বা কারা দেখাবেন ভেল্কি? আসুন বিশ্বকাপ মাতাতে পারেন এমন শীর্ষ কয়েকজন ব্যাটসম্যানের বিষয়ে অল্প-বিস্তর জেনে নেই-

তামিম ইকবাল:
ঘরের মাঠে খেলা। তাই তামিম ইকবালের বিস্ফোরক ব্যাটিংয়ের বিষ দেখার জন্য মুখিয়ে থাকবে বাংলাদেশী সমর্থকরা। সেক্ষেত্রে পরিচিত কন্ডিশন ও নিজের সহজাত খেলার মিশেলে স্টেডিয়াম মাতাতে পারেন বাংলাদেশ দলের এই ওপেনার। ইনজুরি থেকে ফিরে সংযুক্ত আরব আমিরাত ম্যাচে তার ইঙ্গিতও দিয়েছেন তামিম।

ক্রিস গেইল:
ঝড় যে কখন উঠবে কেউ জানে না। আর যদি তা উঠেই যায়, তাহলে বাকি সবার দর্শক হওয়া ছাড়া কিছুই করার থাকবে না। গত আসরের চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য ইতিমধ্যেই বলে রেখেছেন আরেকবার বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে চান। তাই নির্ভার থাকতে হলে গেইল ঝড় ওঠার আগেই ফেরাতে হবে ক্যারিবিয়ান দানবকে।

ডেভিড ওয়ার্নার:
অ্যাশেজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাটে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফলে ব্যাড বয়ের ইমেজটা অনেকটাই কাটিয়ে উঠেছেন এই অসি ওপেনার। ফর্মের বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান। টি-টোয়েন্টির বিশ্বকাপ আক্ষেপ ঘোচাতে অস্ট্রেলিয়ার সেরা বাজি তিনিই।

অ্যারন ফিঞ্চ:
ছন্দে থাকলে কি না করতে পারেন অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের এই তারকা। ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষ শিবিরকে উড়িয়ে দিতে বড় হুমকি হিসেবে দেখা দেবে এই জুটি। এটা দ্বিধাহীন ভাবেই বলা যায়। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে ভালো সূচনা এনে দিয়ে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। দেখিয়েছেন ব্যাটের ধারটাও।

বিরাট কোহলি:
সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো’র মতে, শচিন টেন্ডুলকারের পরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিরাট কোহলি। বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ডও ভাবা হচ্ছে তাকে। ধারাবাহিকতাই সবচেয়ে বড় অস্ত্র তার। সেক্ষেত্রে কোহলির গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষ আঁচড়টা দেবেন মহেন্দ্র ধোনি।

এবি ডি ভিলিয়ার্স:
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব তার কাধে না থাকায় আরো নির্ভার হয়ে খেলতে পারবেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াস শিবিরে এরকম একটা কথা প্রচলিত আছে যে- ছয় বলে যদি ৩৬ রান দরকার হয় তাহলেও তা করে দেখাতে পারেন এবি। তাই প্রতিপক্ষকে সাবধান থাকতে হবে ভিলিয়ার্সে বিষয়ে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone