আজ আদালতে হাজির হচ্ছেন ট্রাম্প
টাকা দিয়ে এক পর্ন তারকার মুখ বন্ধ করার মামলায় আজ আদালতে হাজির হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ইতোমধ্যেই নিউ ইয়র্কে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ম্যানহাটনের কোর্টহাউসে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তার ছবি তোলা হবে এবং আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তাকে পড়ে শোনানো হবে।
ট্রাম্পের বিমানটি সোমবার বিকেলে নিউ ইয়র্কে অবতরণ করে।
তবে ফ্লোরিডা ত্যাগের আগে তিনি তার ট্রুথ সোস্যাল মিডিয়া প্লাটফর্মে লেখেন : ‘নিউ ইয়র্কে যাচ্ছি। আমেরিকাকে আবার সেরা বানাতে!!!’
তিনি বলেন, ‘বলির পাঁঠা, আমাদের একসময়ের মহান দেশ এখন যাচ্ছে নরকে।’
ট্রাম্প পরে তার সমর্থকদের তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা তহবিলে দান করার অনুরোধ করেন।
ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৬ সালের নির্বাচনের আগে ওই পর্ন তারকাকে তিনি অর্থ দিয়ে তাদের সম্পর্ক নিয়ে কথা বলা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।