টেস্টে দশম সেঞ্চুরি মুশফিকের
ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের সেঞ্চুরিতে ৭৬ রানে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮৬ রান। মুশফিক ১১২ ও মিরাজ ৪ রান করে অপরাজিত আছেন।
দলের ব্যাটিংয়ে নেমে ৬৯ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন। অবশ্য মুশফিকের আগেই টি-টোয়েন্টির মতো ব্যাটিং করে ৪৫ বলে ফিফিটি তুলে নেন সাকিব আল হাসান। অভিজ্ঞ দুই ক্রিকেটার অসাধারণ ব্যাটিং করে দলকে এগিয়ে নেন। তবে মুশফিকের সেঞ্চুরির আগেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে বিদায় নেন সাকিব।
৯৪ বলে ১৪টি বাউন্ডারিতে ৮৭ রান করে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। সাকিব না পারলেও মুশফিক বলে ১৩টি বাউন্ডারি ও এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করেন চার মেরে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনেই ২১৪ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।