আইপিএলে কোহলির ফিফটির ফিফটি
শুরুতে কিছুটা রয়েসয়ে খেলা, যোগ্য সঙ্গীকে নিয়ে বড় জুটি গড়া, থিতু হওয়ার পর বোলারদের ওপর চড়াও হওয়া, এরপর দলকে জিতিয়ে মাঠ ছাড়া- আইপিএলে পরশু রাতে ‘টিপিক্যাল’ বিরাট কোহলিকেই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। ৬ চার ও ৫ ছক্কায় ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। গতপরশু তার অসাধারণ ব্যাটিং-প্রদর্শনীর রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে উড়িয়ে শুভসূচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কোহলি বড় ইনিংস খেলবেন, অথচ রেকর্ড হবে না, এমন ঘটনা সচরাচর হয় না। এদিন ৮২ রানের ইনিংস খেলার পথেও বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ৫০ বার ৫০ বা তার বেশি রান করার অনন্য কীর্তি গড়েছেন। আইপিএলে কোহলির ফিফটি আছে ৪৫টি, সেঞ্চুরি ৫টি। তালিকায় সবার ওপরে আছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার এ পর্যন্ত ৬০ বার ৫০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন, যার শেষটি করেছেন পরশু রাতে লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তবে দিল্লি হারায় ওয়ার্নারের ৪৮ বলে ৫৬ রানের স্বভাববিরোধী ইনিংসটি বৃথা গেছে।
ওয়ার্নার-কোহলির পরেই আছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৪৯ বার ৫০ বা তার চেয়ে রান করেছেন এই ওপেনার। এ মৌসুমে পাঞ্জাব কিংসের নেতৃত্ব পাওয়া ধাওয়ানই প্রথম ভারতীয় হিসেবে কীর্তিটা গড়তে পারতেন। তবে পরশু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪০ রানে আউট হওয়ায় রেকর্ডটা হয়নি। আইপিএলে সর্বাধিক ফিফটিতে স্বাভাবিকভাবেই ভারতীয়দের দাপট। শীর্ষ ১০-এর ৭ জনই ভারতীয়। কোহলি, ধাওয়ানের পর আছেন রোহিত শর্মা, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। শীর্ষ ১০-এ ওয়ার্নার ছাড়া কোন দুই বিদেশি আছেন, এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পারছেন- ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ এবি ডি ভিলিয়ার্স ও ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।