ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে সহায়তায় ইচ্ছুক চীন
চীন ইউরোপের সঙ্গে রাজনৈতিকভাবে সংকটের সমাধানে যোগাযোগ করতে ইচ্ছুক।
ইউক্রেন ইস্যুতে গঠনমূলক ভূমিকা পালন করতে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলার ভন ডার লেইনের আহ্বানের জবাবে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।
মুখপাত্র বলেন, ‘চীন ইউক্রেন সংকটে সম্পৃক্ত কোনো পক্ষ নয়, বরং সংকটের শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় সমর্থক ও সক্রিয় প্রচারক।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে রাজনৈতিকভাবে সংকট সমাধানে বিনিময় করতে ইচ্ছুক এবং ইউরোপের কৌশলগত স্বতন্ত্র ও রাজনৈতিক বুদ্ধি দেখানোর প্রত্যাশায় আছি।
Posted in: আর্ন্তজাতিক