বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » রশিদ খানের সঙ্গে সেহরিতে শামিল হয়ে প্রশংসিত পান্ডিয়া

রশিদ খানের সঙ্গে সেহরিতে শামিল হয়ে প্রশংসিত পান্ডিয়া 

untitled-1-20230406114701

আফগানিস্তান স্পিন অলরাউন্ডার রশিদ খান ও ভারতের হার্দিক পান্ডিয়া, এখন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছেন। ইসলাম ধর্মের অনুসারী রশিদ সম্ভবত রোজাও রাখছেন, অথবা তিনি সেহরি করবেন কেন! কিন্তু রশিদের সঙ্গে সেহরিতে যোগ দিয়েছিলেন অমুসলিম পান্ডিয়া। আর তাতেই তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

সেহরি করছেন, এমন একটি মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রশিদ খান। সেখানেই উপস্থিত হন পান্ডিয়া। সঙ্গে ছিলেন আরও দুজন। শেয়ারকৃত সেই ছবিতে পান্ডিয়াকে নিয়ে স্তুতিবাক্য ইন্টারনেট ব্যবহারকারীদের। রশিদ নিজেও দলপতির উপস্থিতিতে আনন্দিত হয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অধিনায়কের সঙ্গে সেহরি, তুমি আমাদের সঙ্গে যোগ দেয়ায় খুব খুশি হয়েছি।’

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখছেন ‘সুন্দর মুহূর্ত’বলে। কেউ লিখেছেন, ‘হার্দিক পান্ডিয়ার সেহরিতে যোগ দেয়ার বিষয়টি দেখে খুব ভালো লাগছে।’আরেকজনের ভাষ্য, ‘ওয়াও! পান্ডিয়া কী দারুণ অধিনায়ক। সতীর্থের সঙ্গে সেহরি করার জন্য রাত জাগছেন।’

ওই ছবিটি নিজেদের ফেসবুক পেজেও শেয়ার করেছে গুজরাট। সেখানেও ক্রিকেট অনুসারীদের প্রশংসার জোয়ারে ভাসছেন ভারতের ক্রিকেটার। তবে এর উল্টো চিত্রও আছে। সনাতন ধর্মাবলম্বী হয়েও পান্ডিয়া সেহরিতে যোগ দেয়ায় কেউ কেউ তাকে গালিও দিচ্ছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone