চীনে জমে উঠেছে ছিংমিং উৎসবের যাত্রা
সারা চীনে ছিং মিং উৎসবের ছুটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি সারা দেশে লোকজনের নানা পরিবহনের ব্যবহার অনেক বেড়েছে।
এসময় মূলত চীনারা তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন, পূর্বপুরুষদের পূজা করেন এবং নানা স্থানে ঘুরে বেড়ান। ফলে সারা দেশে রেলপথ, সড়ক ও বেসামরিক বিমান চলাচলের স্বল্প দূরত্বের যাত্রীদের প্রবাহ বেড়েছে।
চায়না ন্যাশনাল রেলওয়ে গ্রুপের তথ্য অনুযায়ী, বুধবার জাতীয় রেলওয়েতে চলাচলকারী যাত্রীদের সংখ্যা ছিল ৯৭ লাখেরও বেশি এবং ৯৫৬৯টি ট্রেন পরিচালিত হয়েছে।
এদিন চীনের হাইওয়ে ট্রাফিকের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৫ শতাংশ বেশি। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিমান বন্দরে ৯৮০টি ফ্লাইট উঠা-নামা করেছে এবং ১ লাখ ১৪ হাজার যাত্রী পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২৬০ এবং ৬১০ শতাংশ বেশি।