সমতার ভিত্তিতে পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ চায় মস্কো: ল্যাভরভ
ইউরোপ-আটলান্টিক অঞ্চলের পরিস্থিতির উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে পারমাণবিক ঝুঁকি হ্রাস করতে রাশিয়ার স্বার্থ বিবেচনা করে সমতার ভিত্তিতে পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার স্থানীয় তথ্যমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
লাভরভ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক সমস্যা সমাধানের গঠনমূলক প্রস্তাব উত্থাপন করেছে এবং বাস্তব ও অ-রাজনৈতিক পরামর্শ দিয়েছে রাশিয়া।
তবে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এ প্রস্তাব উপেক্ষা করেছে বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।
Posted in: আর্ন্তজাতিক