বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপ ঘিরে দল সাজাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে দল সাজাচ্ছে বাংলাদেশ 

bcb-20230409234127

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের ওয়ানডে স্কোয়াডে চোটের কারণে নেই তাসকিন আহমেদ। তার বদলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামের আদলে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদকেও ফেরানো হয়নি। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। তাসকিন ছাড়া তাতে আছেন দলের সম্ভাব্য সেরাদের বাকি সবাই। সাইড স্ট্রেনের চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া তাসকিনের জায়গা নিয়েছেন মৃত্যুঞ্জয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত মাসে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আফিফ হোসেন, বাদ দেওয়া হয়েছিল শরিফুল ইসলামকেও। এক ম্যাচ পর শরিফুল ফিরলেও আফিফকে আর ফেরানো হয়নি। তবে আবারও রদ বদল এসেছে নাসুম-তাইজুলের মধ্যে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নাসুম আহমেদের বদলে নেওয়া হয়েছিল তাইজুল ইসলামকে। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে আবার নাসুমকে নিয়ে বাদ দেওয়া হয়েছিল তাইজুলকে। এবার ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নাসুমের জায়গা ফের নিলেন তাইজুল।

মৃত্যুঞ্জয় প্রথমবার দলে ডাক পেলেও জাতীয় দলের আশেপাশে ছিলেন অনেক দিন ধরেই। নানা সময়ে ক্যাম্পেও রাখা হয়েছে তাকে। জাতীয় দলের নেটে নানা সময়ে ছিলেন নেট বোলার হিসেবে। বিপিএলে নিয়মিত পারফরমারদের একজন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮ ম্যাচে তার শিকার ৩৯ উইকেট। বাঁহাতি পেসের পাশাপাশি তার ব্যাটিংও খারাপ নয়। আইপিএলের জন্য অনাপত্তিপত্র পাওয়া লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমানও আছেন এই সফরের দলে। তাদেরকে তাই মে মাসের প্রথম সপ্তাহে ফিরতে হবে আইপিএল খেলে।

নিজেদের হোম সিরিজ হলেও আয়ারল্যান্ডে বৃিষ্টর শঙ্কায় সিরিজটি খেলছে প্রতিবেশি ইংল্যান্ডের মাঠে। চেমসফোর্ডে ৯ মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১২ ও ১৪ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। এই সিরিজ দিয়েই শেষ হবে চলমান ওয়ানডে সুপার লিগ। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা এ মাসের শেষ সপ্তাহে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, কন্ডিশনকে গুরুত্ব দিয়েই দলটা সাজিয়েছেন তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে। আমরা দল প্রস্তুত করে এরই মধ্যে বোর্ডে জমাও দিয়েছি।’ বাংলাদেশ দলের ক্রিকেটাররা দ্রুত ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে, এমন আশা মিনহাজুলের, ‘এখন আমাদের দল আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেওয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আগে এটি বাদে আরেকটি সিরিজ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে তামিম ইকবালের দল। এই দুই সিরিজের পারফরম্যান্স দেখে এশিয়া কাপের জন্য দল সাজাতে চান নির্বাচকেরা। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান তো আগেই আভাস দিয়েছেন- এশিয়া কাপের দলই হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল। মিনহাজুলরাও শুরু করে দিয়েছেন সেই প্রক্রিয়া, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’

বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
সর্বশেষ খেলা ওয়ানডের স্কোয়াড থেকে যেসব বদল
দলে এসেছেন- তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম
বাদ পড়েছেন- নাসুম আহমেদ
ইনজুরিতে নেই- তাসকিন আহমেদ
নতুন মুখ- মৃত্যুঞ্জয় চৌধুরী

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone