ওয়াশিংটনে ড. মোমেন-বিøনকেন বৈঠক আজ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøনকেন আজ সোমবার ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হবেন। দেশের যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা এই বৈঠকে কি আলোচনা হয় তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।
জানা গেছে, অনুষ্ঠেয় ওই বৈঠকে দুই দেশের বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাংলাদেশে স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং তারা সবসময় এ বিষয়টি তুলে ধরে। পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছিলেন, উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে। উল্লেখ্য, সোমবার ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ঢাকার দিক থেকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ অন্যান্য বিষয় গুরুত্ব পেয়ে থাকে। অপরদিকে মানবাধিকার, গণতন্ত্র, রোহিঙ্গা, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেওয়ার আহŸানসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।