বায়ার্নের বিপক্ষে অনায়াস জয়ে সেমিতে এক পা সিটির
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মঙ্গলবার রাতে ফেভারিট হিসেবে নেমেছিল ম্যানচেস্টার সিটি। জার্মান জায়ান্টদের বিপক্ষে পুরো ম্যাচে সেভাবেই খেলল স্কাই ব্লুজরা।
হল্যান্ড-সিলভার নৈপুন্যে শেষ আটের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।রদ্রির গোলে লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। পরে আর্লিং হলান্ডের লক্ষ্যভেদে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকেরা।
ইতিহাদে ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না বায়ার্ন। শুরুটা কিছুটা ধীরে করলেও দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় সিটি। প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় রদ্রির দুর্দান্ত এক গোলে পিছিয়ে পড়ে। এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামা বায়ার্ন শুরুটা ভালো করে।
তবে ৭০ মিনিটে হল্যান্ডের নিখুঁত ক্রস থেকে এস বার্নার্দো সিলভা দারুণ এক গোলে স্কোরলাইন ২-০ করলে বায়ার্ন অনেকটাই পিছিয়ে পড়ে।এর মিনিট ছয়েক পর স্কোরশিটে নাম তোলে হল্যান্ড দলের বড় জয় নিশ্চিত করেন। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে জন স্টোনস হেডে খুঁজে নেন হলান্ডকে। ছয় গজ বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান হালান্ড।
সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে নরওয়ের এই ফরোয়ার্ডের মোট গোল হলো ৪৫টি। প্রিমিয়ার লিগ যুগে প্রতিযোগিতাটির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ।
ম্যাচের বাকি সময় সিটি আরও সুযোগ তৈরি করে তবে শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়েনি। এতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী বুধবার ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দল দুটি। আগ্রাসী সিটির বিপক্ষে তিন গোলের ব্যবধান ঘুচিয়ে পরের ধাপে যেতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।