বিচার ব্যবস্থার সমালোচনা, পদ হারালেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রিত্বের পদ হারালেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার তানভীর ইলিয়াস। আদালত অবমাননার অপরাধেই তার সাংসদ পদ বাতিল করে দেয়া হয়েছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সোমবারই আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্ট একাধিক নোটিশ পাঠায় ইলিয়াসকে। জনসভায় আদালত সম্পর্কে অবমাননাকর যে মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেবিষয়ে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে মঙ্গলবার তাকে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই আদালতেই হাজিরা দিতে বলা হয়েছিল। অবশেষে তার বিরুদ্ধে পদক্ষেপ নিল আদালত।
গত সপ্তাহের শেষে ইসলামাবাদে এক জনসভায় পরোক্ষে বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছিলেন ইলিয়াস। তার অভিযোগ ছিল, তাদের সরকারে নাক গলায় আদালত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন আজাদ কাশ্মীরে শিক্ষাক্ষেত্রে সউদী আরবের দেয়া দেড় কোটি ডলার আর্থিক সাহায্যের বিষয়টি। তার অভিযোগ স্থগিতাদেশ জারি করে ওই অর্থ তাদের কাছে পৌঁছনো আটকে দেয়া হয়েছিল। তার এমন দাবির পরই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে মঙ্গলবার নিজের পদ হারাতে হল ইলিয়াসকে।
উল্লেখ্য, গত আগস্ট থেকেই আজাদ কাশ্মীরে অশান্তি নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের সংবিধানে কিছু সংশোধন আনার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সেই সংশোধন হলে আজাদ কাশ্মীরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সরাসরি ইসলামাবাদের হাতে চলে যাবে। সেই বিতর্কের মধ্যেই ইলিয়াসের বিরুদ্ধে এ পদক্ষেপ নতুন মাত্রা দেয় কিনা সেটাই দেখার।