ধারণার চাইতেও বেশি প্রবৃদ্ধি অর্জন করছে চীন
সোমবার বিশ্বব্যাংক ২০২৩ সালে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫.১ শতাংশ করেছে। এ প্রসঙ্গে বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, এ বছরের শুরু থেকে, চীনের অর্থনীতি পুনরুদ্ধার অব্যাহত রয়েছে, শক্তিশালী প্রবৃদ্ধির পাশাপাশি, প্রধান অর্থনৈতিক সূচক যেমন ভোগ ও বিনিয়োগ উন্নত হচ্ছে এবং বাজারের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সম্প্রতি, বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের পূর্বাভাস বাড়িয়েছে। আন্তর্জাতিক মূলধারার মিডিয়া এবং অর্থনীতিবিদরাও বলেছেন যে, চীনের অর্থনৈতিক তথ্যের একটি সিরিজ ইতিবাচক সংকেত এবং চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড ও চাহিদার প্রত্যাবর্তন বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শক্তিশালী অবদান রাখবে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের উন্নয়নকে বিশ্ব থেকে আলাদা করা যায় না, বিশ্বের উন্নয়নের জন্যও চীনের ওপর নির্ভর করতে হয়।
প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন যে, চীন উচ্চ-স্তরের উন্মুক্তকরণ জোরালোভাবে প্রচার করার পাশাপাশি, অভ্যন্তরীণ বাজারের বিকাশ জোরদার করবে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চীনা-শৈলীর আধুনিকীকরণের মাধ্যমে নতুন সুযোগগুলি ভাগ করে নেবে।