ব্যালটবাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে যুবক নিহত
ডেস্ক রিপোর্ট : শরীয়তপুর নরিয়া উপজেলায় ব্যালটবাক্স ছিনতাই করার সময় পুলিশের গুলিতে রিপন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার তুশখাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত রিপন মাঝি নরিয়া উপজেলার তুশখাড়া এলাকার মুনছুর মাঝির ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে তুশখাড়া কেন্দ্রে ভোটগ্রহণের সময় হামলা চালায় একদল লোক। তারা ব্যালটবাক্স ছিনতাই করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রিপন মাঝি গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। পরে রিপনের মৃত্যু হয়।
ঘটনার পরে কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ হয়ে যায়।