বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৩ বিশ্বকাপের

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৩ বিশ্বকাপের 

untitled-1-20230510174305

চলতি বছরে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি। চলমান আইপিএল শেষেই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে সেই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানায়, সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডই চলতি বছরের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া বিশ্বকাপের আয়োজক দেশ ভারত চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এবারের টানা ৪৬ দিন চলবে এবারের বিশ্বকাপ। ভারতের ১২টি শহরে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone