চীনে গ্যাস সরবরাহে নতুন রেকর্ড গ্যাজপ্রমের
রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম ৩০ মে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে দৈনিক গ্যাস সরবরাহের জন্য একটি নতুন ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে। বুধবার কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
‘৩০ মে, সাইবেরিয়া গ্যাস পাইপলাইনের পাওয়ারের মাধ্যমে রাশিয়ান গ্যাস সরবরাহের জন্য চীনা পক্ষের প্রস্তাবটি আবারও দৈনিক চুক্তির বাধ্যবাধকতা অতিক্রম করেছে। গ্যাজপ্রম সমস্ত অনুরোধকৃত পরিমাণ সরবরাহ করেছে, চীনে দৈনিক গ্যাস সরবরাহের জন্য একটি নতুন ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে,’ বিবৃতিতে বলা হয়েছে।
গ্যাজপ্রম এবং চীনের সিএনপিসি-এর মধ্যে দ্বিপাক্ষিক দীর্ঘমেয়াদী গ্যাস ক্রয় ও বিক্রয় চুক্তির অধীনে বিতরণ করা হয়।
২০২২ সালের শেষ নাগাদ, রাশিয়া পাওয়ার অফ সাইবেরিয়া গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনে ১৫৫০ কাটি কিউবিক মিটার গ্যাস রপ্তানি করেছে। একই সময়ে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে, ২০২৩ সালে সাইবেরিয়ার পাওয়ারের মাধ্যমে চীনে রাশিয়ান গ্যাস সরবরাহের পরিমাণ হবে ২২০০ কোটি ঘনমিটার।