পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাশ কাটাতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি আগস্টে জোহানেসবার্গে ব্রিকসের উদীয়মান অর্থনীতির শীর্ষ সম্মেলনে যোগদান করেন তবে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে দক্ষিণ আফ্রিকা আইনি বিকল্পের কথা ভাবছে, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে রাশিয়ার আভিযানের সাথে সম্পর্কিত পুতিনের জন্য একটি পরোয়ানা জারি করেছে এবং আইসিসি সদস্য হিসাবে দক্ষিণ আফ্রিকার জন্য যদি ব্রিকস সম্মেলনে যদি পুতিন যোগ দেন তবে তাত্ত্বিকভাবে তাকে গ্রেপ্তার করতে হবে। ‘আমাদের সরকার বর্তমানে এ বিষয়ে আইনি বিকল্পগুলি কী তা দেখছে এবং আমি ইঙ্গিত করেছি … যে একটি সিদ্ধান্তে পৌঁছানোর পরে এ বিষয়ে কথা বলার জন্য প্রেসিডেন্ট সর্বোত্তম ব্যক্তি হবেন,’ প্যান্ডর কেপটাউনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।
জোহানেসবার্গে ২২-২৪ আগস্টের শীর্ষ সম্মেলনের জন্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সমস্ত রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণপত্র জারি করা হয়েছে।
আইসিসি গত মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে, তাকে ইউক্রেনের রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে জোরপূর্বক শিশুদের বিতাড়নের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে। যদিও মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।