ফখরুল আব্বাস ও সালামের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
আদালত প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরীর সদস্য সচিব আব্দুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
এর আগে বিএনপির এ তিন নেতা রাজধানী শাহবাগের একটি ও রমনা থানার তিন মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
পরে তাদের পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট সানাউল্যা মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও এডভোকেট মহসীন মিয়া। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু।
পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৯ মার্চ এ চার মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ বাতিল করেন আপিল বিভাগ।