সউদি ক্রাউন প্রিন্সকে ফোন করলেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সউদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় পরিচালিত এসপিএ সংবাদ সংস্থা বুধবার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ফোনে দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
তারা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সউদি আরব। এমনকি যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়ার সাথে হাত মিলিয়ে তেলের উৎপাদন হ্রাস করেছে সৌদি আরব। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের মধ্যস্ততায় ইরানের সাথেও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে সৌদি আরব।