জাপানের জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান
সংকট মোকাবিলায় বাসাবাড়ি ও শিল্পকারখানায় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হতে আহ্বান করেছে জাপান। গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য রাখতে জুলাই ও আগস্টে বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন হওয়ার কথা বলছে দেশটির সরকার। শুক্রবার (৯ জুন) রাজধানী টোকিওসহ আশেপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশ করে এমন আহ্বান করে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
অবশ্য কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে এই দুই মাসের জন্য এলাকাগুলোতে ‘যথাসম্ভব’ বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এলাকাটিতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংসের বিদ্যুৎ সংরক্ষণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
টোকিও ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংরক্ষণের হার জুলাইয়ে ৩ দশমিক ১ শতাংশ ও আগস্টে ৪ দশমিক ৮ শতাংশ থাকবে বলে ধারণা করা হচ্ছে। সংরক্ষণের হার ৩ শতাংশের নিচে নামলে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য ঠিক রাখা সম্ভব হবে না। ফলে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি ব্ল্যাকআউটেরও আশঙ্কা থাকে।
অবশ্য গত বছরের তুলনায় এবারের গ্রীষ্মে বেশিরভাগ অঞ্চলে বিদ্যুতের সংকট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মে মাসে এমন আভাস দেয় দেশটির শিল্প মন্ত্রণালয়। তবে চলতি মাসে (জুন) বিদ্যুৎ সাশ্রয়ে জাপান সরকারকে বিশেষ কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।