আজ সকাল-সন্ধ্যা হরতাল
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াত।
তবে রোববার সকাল থেকে কোনো নেতাকর্মীকে মাঠেই দেখা মেলেনি।সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান পাঠ সবই খোলা রয়েছে। হরতালে কোনো প্রভার নেই কালিগঞ্জে।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিতরা সকাল থেকে খণ্ড খণ্ড খণ্ড বিজয় মিছিল করেছে।
উল্লেখ্য, শনিবার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ভোট শেষ হওয়ার পর জামায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের প্রচার সম্পাদক এস এম আজিজুর রহমান ভোট কারচুপি, ভোট দানে জামায়াত-শিবির সমর্থকদের বাঁধা প্রদান এবং তাদের ওপর হামলার প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দেন। একই সাথে রোবরার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচী ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান হরতালের কোনো ধরনের প্রভাব নেই উল্লেখ করে বলেন, বিভিন্ন স্থানে পুলিশি টহল অব্যাহত রয়েছে।