বিদ্রোহ ছড়ানোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তান সামরিক বাহিনীর
রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ও রাজনৈতিক বিদ্রোহ ছড়ানো মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে আইনের ফাঁসকে আরও কঠোর করার প্রত্যয় জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টারে ৮১তম ফরমেশন কমান্ডার কনফারেন্সে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। বুধবার ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ডন এই তথ্য জানিয়েছে।
ওই সম্মেলনে সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সভাপতিত্বে কর্পস কমান্ডার, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং পাকিস্তান সেনাবাহিনীর সকল ফরমেশন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং বলছে, দেশের নিরাপত্তা ও মর্যাদার জন্য জীবন দেওয়া সশস্ত্র বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং সুশীল সমাজের কর্মকর্তাদের ওই সর্বোচ্চ ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ওই ফোরামে।
আইএসপিআর জানিয়েছে, সেই সম্মেলনে অংশগ্রহণকারীদের চলমান পরিবেশ ও নিরাপত্তার প্রতি অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় তাদের নিজস্ব প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। ফোরামে বক্তৃতার সময় সেনাপ্রধান পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের ‘আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব’ রক্ষার জাতীয় বাধ্যবাধকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
জেনারেল মুনিরকে উদ্ধৃত করে আইএসপিআর জানায়, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে গভীর বন্ধন সকল উদ্যোগের মূলে রয়েছে। গত ২৫ মে এর ঘটনা তারই একটি সুস্পষ্ট বহির্প্রকাশ।