বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই : শাজাহান খান

কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই : শাজাহান খান 

500-321-inqilab-white-20230609150745

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, নির্বাচনে কেয়ারটেকার সরকারের কোনো সুযোগ নেই। কারণ এ বিষয়ে সংবিধানেও নেই, আর বিশ্বের কোথাও নেই। নির্বাচন যথারীতি যথাসময়ে সংবিধান অনুসারেই হবে।
শুক্রবার (৯ জুন) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও একই পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবেন এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের এই নেতা যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি ভেবেছিল যুক্তরাষ্ট্রের ভিসানীতি আওয়ামী লীগের উপর খুব চাপ সৃষ্টি করবে। কিন্তু সেই চাপ যে বিএনপির উপরেও পড়বে তা তারা ভাবেবি। তাদের আশায় এখন গুড়ে বালি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি) মাহমুদুল হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও অন্যান্যরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone