বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মৃত্যু

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মৃত্যু 

untitled-1-copy-20230612160553

যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ থেকে ফিরে আসা ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ৮৬ বছর বয়সে মারা গেছেন।

একসময়ে ইতালির তৃতীয় সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বারলুসকোনি। তিন দফায় মোট ৯ বছর ইতালির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সময়ের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। তার প্রয়াণে ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, বারলুসকোনি লিউকেমিয়ায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল। এই আবহে সোমবার মিলানের সান রাফায়েল হাসপাতালে মারা যান তিনি।

প্রথমবার ১৯৯৪ সালের মে মাসে ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ১৯৯৫ সালের জানুয়ারি পর্যন্ত গদিতে ছিলেন তিনি। এরপর ২০০১ সালের জুন মাসে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৬ সালের মে পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এরপর ২০০৮ সালের মে মাসে ফের প্রধানমন্ত্রী হন তিনি। এবার ২০১১ সালের নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এদিকে ইতালির সবথেকে বড় মিডিয়া সংস্থার মালিক ছিলেন তিনি। এছাড়া ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিক ছিলেন তিনি। তার মালিকানাধীন অবস্থায় এসি মিলান পাঁচবার ইউরোপ সেরা (ইউয়েফা কাপ এবং ইউফেয়া চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে) এবং দু’বার বিশ্বসেরা হয়েছে।

১৯৩৬ সালে মিলানে জন্ম হয়েছিল বারলুসকোনির। ব্যবসা করতে করতে সেদেশের সর্ববৃহৎ মিডিয়া সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেই প্রভাব খাটিয়ে পরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। বারলুসকোনির ‘ফোরজা ইতালি’ দলটি সেদেশের বর্তমান ক্ষমতাসীন জোটেরও অংশ। তবে বারলুসকোনি নিজে কোনও মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এদিকে এর আগে যৌন কেলেঙ্কারি, কর ফাঁকি দেয়ার মতো বহু ঘটনায় নাম জড়িয়েছিল বারলুসকোনির। দীর্ঘ ৬ বছর ইতালির রাজনীতি থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। ইসলাম বিরোধী, পুরুষতান্ত্রিক ডানপন্থী রাজনৈতিক নেতা হিসেবেই চিরকাল পরিচিত ছিলেন বারলুসকোনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone