চীন ও আরব দেশগুলির মধ্যে বিশাল বিনিয়োগ চুক্তি
সউদী আরব রোববার রিয়াদে চীন-আরব ব্যবসায়িক সম্মেলনের প্রথম দিনে চীন ও আরব বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছে। বেইজিং এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যে এই বৈঠকটি হয়েছে, যার মধ্যে রয়েছে চীনের মধ্যস্থতায় ইরান এবং সউদী আরবের মধ্যে আঞ্চলিক সম্পর্কের সাম্প্রতিক যুগান্তকারী পরিবর্তন।
সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিল পাব, সেখানেই যাব।’ রিয়াদের সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি গিয়েছেন। গত মার্চে সউদীর রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা সউদী আরামকো চীনের সঙ্গে দুইটি বড় বিনিয়োগ চুক্তিতে সই করেছে।
সউদীর যুবরাজ বলেছেন, ‘’চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। তার কিছুটা সউদী আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।’ সউদীর শক্তিমন্ত্রী খালিদ আল ফলিহ বলেছেন, ‘চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যে সব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে।’
সম্মেলন শেষ হলে চুক্তির পরিমাণ জানানো হবে। প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সউদী আরব সফরের কয়েকদিনের মধ্যেই এ বিনিয়োগের ঘোষণা হলো।