বিএনপি-জামায়াত জঙ্গি শাসন আনতে চায় : হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক : সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, জামায়াত-বিএনপি বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গি শাসন কায়েম করতে চায়। সেই লক্ষে তারা দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত । তারা জঙ্গি শাসন আনতে চায়।
শনিবার অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে বাঙালী কমিউনিটির এক অনুষ্ঠানে এ কথা বলেছেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্র সম্পর্কে দেশে-বিদেশে বাঙালী জনগোষ্ঠীকে সতর্ক থাকতে হবে। একটু অসতর্ক হলেই মৌলবাদি এই শক্তি বাঙালী জাতিসত্তার ওপর হানা দেবে।
হাছান মাহমুদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য প্রবাসী বাঙালী কমিউনিটির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ১৯২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা পেত না। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণের পর থেকেই স্বাধীনতাকামী বাঙালী জাতি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে লাখো প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে বিএনপি -জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আলী সিকদার, ডা: রতন লাল কু-, ইমদাদুল হক বকুল, গামা আবদুল কাদির, গিয়াস উদ্দিন মোল্লা ও রবিন বণিক প্রমুখ।
অনুষ্ঠানে হাছান মাহমুদ আরও বলেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতগণ দেশের সম্মান রক্ষায় প্রসংশনীয় ভূমিকা রেখে আসছেন। তিনি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় প্রবাসী বাঙালীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।