নতুন ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সউদীর
নতুন করে ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সউদী আরব। মঙ্গলবার সউদীর হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দেয়। সউদী সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সউদী আরব ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য ওমরাহ অনুমতিপত্র দেয়া শুরু করেছে। বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবের নাগরিক, সউদীতে থাকা প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।
ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি আরবের ভিশন-২০২৩ এরও অংশ। ওমরাহপ্রত্যাশী ও সউদী আরবে ভ্রমণ করতে চান এমন বিদেশিরা যেন সহজেই ওমরাহর অনুমতি পেতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।
এছাড়া তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অনুমতি চাওয়া আবেদনকারীর স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে। উল্লেখ্য, চলতি বছর আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সউদীতে প্রবেশসহ সব প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।