বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা

আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা 

500-321-inqilab-white-20230712125053

ঢাকায় আজ বুধবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চায় দলটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওই শাস্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে নেতা-কর্মীরা। যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সমাবেশস্থলের সামনে দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে নেতা-কর্মীরা আসছে।
এর আগে ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের একটি মিছিল সমাবেশস্থলে আসতে দেখা যায়। এ ছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, পুরাণ ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছে। এ ছাড়া বঙ্গভবন মোড় এলাকায় আওয়ামী লীগের মিছিলে নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

গত মঙ্গলবার সমাবেশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইনকিলাবকে বলেন, আমরা সমাবেশে এক লাখ লোক সমাগমের টার্গেট করছি। এ জন্য আমরা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরাও আসবে।
তিনি জানান, দলের ওই সমাবেশটি বায়তুল মোকারারামের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে হলেও সমাবেশকে ঘিরে চারপাশে মাইক লাগানো থাকবে। ফলে এসে পাশের এলাকা থেকেই সমাবেশ শোনা যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone