‘বড়’ কিছুতে বিশ্বকাপ রাঙাতে চান সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা প্রায় ১৭ বছরের। দীর্ঘ এই যাত্রায় তার সঙ্গে রেকর্ডের সখ্যতা নিয়ে মহাকাব্য রচনা করা যায় অনায়াসেই। তার নিজের অবশ্য এতটা রোমাঞ্চ কাজ করে না ব্যক্তিগত মাইলফলক নিয়ে। দলে অবদান রাখতে পারলেই তিনি খুশি। তবে মঞ্চ যখন বিশ্বকাপ, তখন তা আন্দোলিত করে সাকিবকেও। গত বিশ্বকাপের মতো এবারও তিনি বিশ্বকাপে করতে চান দারুণ কিছু।
ক্যারিয়ারে অসংখ্য অর্জনে নিজেকে রাঙানো সাকিব সবশেষ গড়েছেন অনন্য এক কীর্তি। আফগানিস্তানে বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ‘ডাবল।’ বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই এরকম অনেক ‘প্রথমের’ জন্ম হয়েছে সাকিবের হাত ধরে। বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড কত গড়েছেন, সেই হিসাব রাখাও কঠিন। তার অর্জনগুলি এখন আর আলাদা করে বিস্ময় জাগায় না, বরং তার শ্রেষ্ঠত্ব আর বিশালত্বকেই ফুটিয়ে তোলে বারবার।
সবশেষ ওই মাইলফলকে পর সাকিবের প্রতিক্রিয়া জানা গেল গতকাল। আফগানিস্তানের আগে টি-টোয়েন্টি সিরিজের আগে সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক আগের মতো বললেন, রেকর্ড-অর্জনের ওজন তিনি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন অবসরের পর, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’
সেই অবসরের সম্ভাব্য সময় বা ক্যারিয়ারের সীমারেখা, ক্যারিয়ারের পথচলায় সামনের লক্ষ্য, এসব নিয়েও সুনির্দিষ্ট কোনো ভাবনা নেই বলেই দাবি করলেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। আপাতত তার ভাবনাজুড়ে বিশ্বকাপ, ‘লক্ষ্য আসলে জানি নাৃবিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’ দলে অবদান রাখতে চাওয়া মানেই পারফরম্যান্সের তাড়না। সেই পারফরম্যান্স নিয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যাকে পাখির চোখ করেছেন কি না, এই প্রশ্ন ছুটে গেল সাকিবের দিকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেটের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরা ক্রিকেটার বললেন, এবারও তার স্বপ্ন বড় কিছুর, ‘ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’
ভারতে আগামী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ১০ অক্টোবর।